ধরা বুকে কত ফুল ফোটে কাননে
তাই দেখে ‍চেয়ে থাকি তাদের পানে
কত যে সুখী তারা
আনন্দে আত্মহারা
দিবানিশী ফোটে আর হাসে নিজ মনে
তাই দেখে কত দু:খ পাই আমি মনে ।।


আমার দু:খ, শোক, দৈন্য, জ্বালা কত
সে সব দেখে তারা হাসে অবিরত
জনমিয়া এ ধরায়
তারা কত সুখি হায়
কাননে ফুটিয়া শুধু করে হাসাহাসি
আমার দু:খ, শোক, দৈন্য, জ্বালা দেখি ।।।


দু:খ-শোক, দৈন্য-জ্বালা, পাপ-তাপ ভয়
এসব তো তাহাদের সাথে না রয়
যখন দু:খ ভার
চেয়ে থাকি মুখ তার
মনে মনে ভাবি আর সাধ জাগে কত
হাসিতে পেতাম যদি তাদের মত ।।।।