রাগের মাথায় কত জনে
কত কথা বলে
হাল্কাভাবে নিতে হবে
ইসলামে  তা  বলে ।।


কত পাথর মারল কাফের
মোদের নবীর গায়
রুধির ধারা বয়ে গেল
পয়জার পাদুকায় ।।


তবু তিনি কাফেরেরে
দেননি অভিশাপ
তাদের ভালর জন্যে বরং
করেন আশির্বাদ ।।


কাফের এবং হযরত আলীর
যুদ্ধ হলে শুরু
কতল হয়ে মারল কাফের
আলীর মুখে থু থু ।।


কাফেরেরে ছাড়ল তখন
মারল না আর আলী
অবাক হয়ে বললো কাফের
ছাড়লে কেন খালি ?


বললো আলী রাগ করেছি
এবার যদি মারি
রাগের বশে মারা হবে
খোদা হবেন নারাজি ।।


এমনি করে রাগকে যদি
নেই হাল্কাভাবে
তাহলে না দুনিয়ামাঝে
দ্বন্দ্ব-ফ্যাসাদ হবে ।।


রাগকে যে জন দমন করে
সেই তো মহা বীর
রাগ করো না কারো ’পরে
আদেশ নবীজীর ।।