২৬.
হীরাঝিলকে বাঁচাই যদি, বইবে বাতাস আনন্দের
ইতিহাসও রক্ষা পাবে লাগবে হাওয়া বসন্তের
একটু একটু করে যদি জাগিয়ে ওঠে হীরাঝিল
সেই-ই হবে উপলক্ষ্য বেঁচে থাকার অনেকের ।।


২৫.
সত্য সুন্দর যে ইতিহাস দেশপ্রেমিক খুঁজে নাও
অজ্ঞানী আর নির্বোধেরা কিছুই না করতে চাও
ওরে যত মূর্খ, বোকা, নির্বোধেরা এই বাংলার
বাঁচাও সত্য সে ইতিহাস, আছে সুযোগ লুফে নাও ।।


২৪.
কুৎসা কিছু রটিয়ে দিয়ে বানিয়ে তাকে ভন্ড, ভড়ং
’’সিরাজ খারাপ’’ বলে তোমরা হাজার পাপ করছ বরং
তোমাদের কাছে প্রশ্ন আমার-একটা কথা বলবে ভাই-
তার চেয়েও খাঁটি নাকি মীরজাফর আর মীরন গং??


২৩.
সিরাজ হতে বিচ্ছেদের অনলে জ্বলে ভাগীরথি
বলে,” পুড়ছি আমি অবিরত থাকতে বুকে জল ভরতি
এই পলাশী অত্যাচারী উৎপীড়কের জায়গা বিশেষ
সত্য যা তা পরাভূত বাকী সবটাই মিথ্যার বেসাতি ।”


২২.
যে খোশবাগ লাল গোলাপের বাগান ছিল সিরাজের
আজ তা বিরান সেথায় কবর বিরাজ করে তার নিজের
একদা যে বাগান ছিল তাঁর বিহারের, আনন্দের
নাই সে সিরাজ, নাই সে প্রমোদ, লেশ কিছু নাই সে সবের ।।


২১.
একান্তে ও অন্তরঙ্গে হাঁটলে তীরে ভাগীরথির
জাগবে মনে বেদন স্মৃতি সিরাজ ও তাঁর পলাশীর
সেই তো ধ্রুব সত্য কথা আপন লোকের কূটচালে ও
কুচক্রের এক নিঠুর খেলায় শিকার সে এক দুর্গতির ।।


২৯ মার্চ, ২০২২, ঢাকা ।