২৬ কোন জীর্ণ দেয়ালে ঝুলন্ত ধূলি মাখা পঞ্জিকার
মার্চের শুধু ছাবিবশ তম দিন নয়
২৬ মানে শত্রু হটার দৃপ্ত শপথ,এক দৃঢ় প্রত্যয় ।।


২৬ মানে বন্দী আর দাসত্বের শৃংখল থেকে মুক্তির পথ বেছে নেয়া
২৬ মানে নিপীড়িত–শোষিত বাঙালী জনতার জাগা, জাগ্রত হওয়া ।।


২৬ মানে যার যা আছে তা দিয়ে লড়া দিগ্বিদিক বেপরোয়া
২৬ মানে দ্রোহ-বিদ্রোহ শিবগঞ্জ থেকে থানছি,
                         টেকনাফ থেকে তেঁতুলিয়া ।।


২৬ মানে বাঙ্গালী হৃদয়ে পুঞ্জিভূত প্রতিশোধের আগুন জ্বলে ওঠা
২৬ মানে কাঁধে অস্ত্র, মাথায় হঠাৎ রাগের বিদ্যুৎছটা- ।।


২৬ মানে উত্ত্বাল বাঙ্গালীর ভীষণ সমুখ যুদ্ধে যাওয়া
২৬ মানে ২৫ মার্চর কালো রাত্রির বর্বরতার উচিত শিক্ষা দেয়া ।।


২৬ মানে বাঙ্গালী জাতির এক অগ্নিপরীক্ষা
২৬ মানে রক্ত, কষ্ট, অশ্রু, আব্রু আর ঘামের বদলে নিজ ভূখন্ড রক্ষা ।।                                                            


২৬ নয় কোন শীতের রাত্রিতে যাত্রা পালার ডিজে নাচ বাইজির
২৬ সেতো দীর্ঘ ন’মাস রক্ত যুদ্ধের এক অনন্য নজীর ।।


২৬ বিলক্ষিত পৃথিবীর এক দূর্লভ ইতিহাস
২৬ মানে স্বাধীন ভূখন্ডে স্বাধীনভাবে স্থায়িভাবে বসবাস


২৬ অবিস্মরনীয় পূর্ব বাংলার আবালবৃদ্ধবণীতার কাছে
             দিনপঞ্জির পাতা থেকে মোছা যাবে না এ দিন
২৬ সবার অস্থিমজ্জায় মিশে আছে ।।


বি: দ্র: বাংলাদেশের জাতীয়বোধের উপর রচিত উক্ত ‘ছাবিবশ’ কবিতাটি গত ১৪ জুলাই বাংলা কবিতা আসরের কবিদের আড্ডায় পাঠ করা হয় যা গত বছর একটি বিশ্ববিদ্যালয়ের ২৬ মার্চ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আবৃত্তি করার নিমিত্তে নির্মাণ করা হয়েছিল ।