আসলো আবার শীতের বুড়ি
ছুটছে সবাই চাঁদর মুড়ি ।
শির্‌শিরি বয় শীতের হাওয়া
কাঁপছে জোয়ান-বৃদ্ধ-ছাওয়া ।
কাঁপছে সবাই থরথর
পড়ছে শিশির দরদর ।
শীতের হাওয়া গাছের ডালে
সব ঝড়ে যায় তালে তালে ।
ঝড়ঝড় ঝড়ছে পাতা
দারুন মজা কম্বল-কাঁথা ।
ঘুম ভাঙ্গলেও বিছানা ছাড়ি
কেউ উঠে না তাড়াতাড়ি ।
ধানকাঁটা শেষ শুন্য মাঠ
শিশির ভেজা পথঘাট ।
সুপড়ি-কলা-কুল- পাপিয়া
গোলাপ-গাঁদা-ফুল-ডালিয়া ।
ফুল ফোটে আর ফল পাকে
খাবার ভরা সব্জি শাকে ।
শীত মানেই পিঠা পুলি,
পাটিসাপটা, চিতুই, কুলি ।
ধোঁয়া ওঠা ভাপা পিঠা
শীতের পিঠা খেতে মিঠা।
সরষে ফুলের গন্ধ ছোটে
অলিরা সব চলছে জোটে।
ম-ম সুবাস ফসলের বান
কৃষকের গোলায় নতুন ধান ।
ঘাস বিছালী শিশির ভেজা
খড় বিছালীর আগুন মজা ।
আগুন জ্বেলে শীত কাতুরে
পোড়ের পাড়ে গল্প মারে ।
হাড়কাঁপানো শীতের মাসে
হাত-পা শুকে হয় খসখসে ।
কনকনে শীত শীতের সকাল
প্রকৃতিতে রোদের আকাল ।
সূর্যের আলো ধীরে ধীরে
আসে সাদা চাঁদর ফেঁড়ে
সকালের এক চিলতে রোদ
সবার মনে জাগায় বোধ ।