জামাই বাবু সবই পারে
কাঁটতে পারে, বাটতে পারে
সাধতে পারে, রাঁধতে পারে
হাফুস হুফুস খাইতে পারে।


জামাই বাবু জামাই বাবু
ছিলতে পারে কমলা লেবু
কুমড়া, কদু, আম ও আমড়া
মুরগী, খাশি, গরুর চামড়া।


জামাই বাবু মানুষ ভারী
এই করোনায় দিয়ে পাড়ি
কাটছে কদিন  শ্বশুর বাড়ি
করছে নিজের পকেট ভারী
আহা কি সুখ মরি! মরি!
কারো হচ্ছে দুঃখ ভারি।


জামাই বাবু আচ্ছা চালাক
খায় না বিড়ি খায় না তামাক
খায় শুধু বেশ মধুর হাড়ি
বসে বসে শ্বশুর বাড়ি।।


জামাই বাবু জামাই বাবু
হলেও সবাই জবুথবু
সহজে সে হয় না কাবু।।


১৯ জুলাই, ২০২০