আমরা চাইনি এ ভারত যেখানে গান্ধীজির মর্যাদা থাকেনা।
আমরা চাইনা এ ভারত যেখানে আজাদের ভাবাদর্শের কোন মূল্য নেই।
আমরা চাই না যে ভারত যেখানে নেতাজি সুভাষের সংগ্রামের কোন গুরুত্ব নেই।
আমরা চাই না এ  ভারত যেখানে নেহরুর সেকুল্যারিজম কে ধূলিসাৎ করা হয়।
আমরা চাই না এ ভারত যেখানে এক ধর্মের প্রতি অপর ধর্মের  সহিষ্ণুতা নেই।
আমরা চাই এমন এক ভারত যেখানে হিন্দু, মুসলিম,
শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সকলেই মিলেমিশে থাকে বে।
আমরা চাই এমন এক ভারতবর্ষ যে দুর্নীতি তে নয় প্রযুক্তি তে প্রথম হবে।
আমরা চাই এমন এক ভারতবর্ষ যে
ধর্মীয় হিংসায় নয় ধর্মীয় সহিষ্ণুতা র সাক্ষী রবে।.
  আমরা চাই এমন এক ভারতবর্ষ যেখানে
শিক্ষিত যুবক বেকার হয়ে পথে পথে নক্ষত্র গণনা করবে না।
   আমরা চাই এমন এক ভারতবর্ষ  যেখানে জনগন নেতার কাছে নয় নেতা জনগনের কাছে দায়বদ্ধ থাকবে।