অনুলাপ


মোঃ মোস্তাফিজুর রহমান


দূর আকাশে ঈদের চাঁদ
খুশিতে তাই ভাঙলো বাঁধ
ঘরে-বাইরে নানান কাজ
খোকা-খুকির মজার সাজ।


পশুর হাটে কেনাবেচা
ডালে বসে নাচছে পেঁচা
তাই না দেখে করিম চাচা
ডেকে আনছে কচিকাঁচা।


আয় রে তোরা এসে দেখ্
গরু কিনতে যাচ্ছে সেখ
বাড়ি যে তার পাড়াগাঁয়ে
পশুর হাটে যাচ্ছে পায়ে।


তোরা সবে যাবি নাকি
তাই যে করি ডাকাডাকি
কুরবানির ঐ গরু কিনে
বাড়ি ফিরবো দিনে দিনে।


নামাজ শেষে ময়দানে
কুরবানির প্রতিদানে
ক্ষমা চাই যে কৃতপাপ
সদা এটাই অনুলাপ।


তারিখঃ ১২ জুলাই ২০২১ঃ১২ঃ০৯ এএম