ব্যবধান


মোঃ মোস্তাফিজুর রহমান


আগুনের ফুলকি রোজই
সূর্য থেকে আসে,
সবুজ-শ্যামল শস্য-লতা
সূর্যালোকে হাসে।


আলো আর ক্লোরোফিল
একই পাত্রে মিশে,
উৎপাদিত করে খাদ্য
বৃক্ষের দেয় দিশে।


ভূগর্ভের পানি শোষে
আনে বৃক্ষমূল,
আলো ও পানিতে গড়ে
বৃক্ষ নিজ কুল।


বৃক্ষরাজি নিজে স্বাধীন
দানে যে অবিরত,
তারই দানে আয়ু পায়
প্রাণিকুল যত।


নিরহংকার লতাপাতা
নয়তো মুখাপেক্ষী,
অহংকারী মানবকুলই
চির মুখাপেক্ষী।


তারিখঃ ১৭ আগষ্ট ২০২২:১১ঃ১০পিএম
ব্যবধান, বিজ্ঞান ভাবনা।