কচির গড়ন


মোঃ মোস্তাফিজুর রহমান


  
বিদ্যালয়ের মেঠো পুকুর পদ্ম পাতার জল
কচি কাচার জলকেলিতে সদাই টলমল।
খানিক কাটে পাঠেতে মন খানিক রয় চাঁদে
অধিক চাপে বাবু সোনার কচি মনটা কাঁদে।


মাগো তুমি কানটি রেখো শিশুর কচি মনে
তোমার সোনা থাকে যেন সদা সহজ রণে।
একগাদা বই,কোচিং মাস্টার,বিদ্যালয়ের চাপে
তোমার বাবু না যেন হারায়,যান্ত্রিক ভয়ে কাঁপে।


মন খুশিতেই খেলুক বাবু মন খুশিতেই পাঠ
সহজ সাধ্যে ধারণ করুক জ্ঞানের বিশাল মাঠ।
মা-বাবা হোক পথ প্রদর্শক বন্ধু সকল কাজে
সোনা মুখটি না যেন লুকায় অপরাধের লাজে।


সকল কচি স্বাবলম্বী হোক, পরিপূর্ণ হয়ে জ্ঞানে
আলোর পৃথিবী গড়তে আসুক, বিস্তীর্ণ মন-প্রাণে।
আজ কচি মন যত্ন পেলে কাল সে বড় হবেই
নিজকে উজাড় করে দিয়ে দেশকে গড়ে দিবেই।


ছোট্ট কচি হবে একদিন এদেশের কান্ডারী
বিজয় কেতন উড়াবে সর্বত্র, হবে আলেয়ার পাঞ্জেরী!


তারিখঃ ২৪ জানুয়ারি ২০২০