হাড় ও মাথার খুলি


মোঃ মোস্তাফিজুর রহমান


তুমি মানুষ ঘৃণিত অতি
লজ্জা-শরম নাই,
বস্তাবন্দি মাথার খুলি
তোমার হাতে তাই।


বিবেক-মাথা খেয়ে তুমি
হলে লাজের ঢুলি,
অধমের মতো করলে চুরি
হাড়-মাথার খুলি!


মানুষরূপী হিংস্র পশু
একি তোমার কাজ!
চক্ষু লজ্জা বিকিয়ে তুমি
আনলে বয়ে লাজ।


ঘাড়ে তোমার আস্তমাথা
অন্য সবার মতো,
দিনে-দিনে পাপের বোঝা
আর বাড়াবে কতো?


নিজের খুলির কথা এবার
একটু ভেবে দেখো,
এমন পরিনতি তোমার
নিজের ভাগ্যে লেখো।


তারিখঃ ১৫ নভেম্বর ২০২০ঃ১০ঃ৫০পিএম
হাড় ও মাথার খুলি, স্বপ্নের বাংলাদেশ।