কাকতাড়ুয়া


মোঃ মোস্তাফিজুর রহমান


আপাদমস্তক খড় মোড়ানো কাকতাড়ুয়া নাম
শস্য ক্ষেতের পাহারাদার কাক রাখেনি তাঁর মান।
কারও মাথায় ভাঙা হাঁড়ি কেউ বা পরে সাহেবী টুপি
কেউবা আবার মাথার চুলে রংবেরঙের বাঁধে ঝুপি।
কাকতাড়ুয়া চিনে কাক ভয় না কভু পায়
ক্লান্ত দেহ মেলে দেয় এসে কাকতাড়ুয়ার গায়।
ফসল মাঠে রশি হাতে দাঁড়িয়ে থাকে সোজা
কৃষাণ বধূর হাতের ছোঁয়ায়, নেড়ে পায় সে মজা।
বিষন্ন কাক ঘুমের ঘোরে চমকে উঠে তাকায়!
মৃতপ্রায় কাকতাড়ুয়ার এখন কেন লাফায়।


কাকতাড়ুয়া সবুজ মাঠে সমাজে কি নাই?
সমাজেরই রন্ধ্রে অনেক কাকতাড়ুয়া পাই।
রাশি রাশি কাকরূপী নর সমাজেতে আছে
মানুষ বেশে তোমার সাথে মিশে তারা গেছে।
কাকতাড়ুয়া নিদ্রায় বিভোর কাকে তারে চালায়
হঠাৎ যদি নিদ্রা ভাঙে কাকটি তখন পালায়।
কাকতাড়ুয়ার চারিপাশে কাকের মেলা বসে
স্বার্থ শেষে কেটে পরে সমাজে যায় মিশে।
ওহে মোড়ল কাকতাড়ুয়া আসবে কবে হুঁশ
কাকের জ্বালায় শান্ত মানুষ হচ্ছে যে বেহুঁশ।


হাতটি নাড়াও কাকটি তাড়াও সমাজটাকে গড়ো
বিজয় মশাল এবার তুমি শক্ত হাতে ধরো!
কাকতাড়ুয়া সমাজপতি কাকটি এখন তাড়ু।


তারিখঃ ০৪/০৩/২০২০


১৩-০৬-২০২০ তারিখে দৈনিক আলোকিত সকাল পত্রিকায় প্রকাশিত