মায়ের ভাষা বাংলা


মোঃ মোস্তাফিজুর রহমান


কৃষ্ণচূড়ার রঙে রাঙা
আমার বাংলা ভাষা,
শিমুলের ই রক্ত আভায়
মিটে মনের আশা।


আট ফাল্গুন দিনটি যেন
রক্তে বরণ সূর্যে,
বীর বাঙালি ঝাঁপিয়ে ছিল
সে দিন রণ তূর্যে।


মোনায়েম খান ঘৃণাস্তব
ঘোষণায় যেদিন বলে,
উর্দু হবে একমাত্র ভাষা
গড়িব যে কোন ছলে।


তরুণ সে দিন থামেনি কভু
মোনায়েমের সুরে,
হাড়ভাঙা জবাব দিতে
ঝান্ডা তুলেছিল তোড়ে।


রফিক, সালাম, বরকত, জব্বার
নাম না জানা কত,
সফিউল, তপু, রৌদসীর মত
তাজা প্রাণ ঝরলো শত।


বীর দর্পে নেমে ছিল সেদিন
বাঁচাতে ভাষার মান,
ঘাতকের বুলেট বাংলাকে
সেদিন করে দিয়েছিল শ্মশান।


মায়ের মুখে শেখা বুলি
বড়ই সু-মধুর তান,
মনের কথাটি ব্যক্ত করিয়া
জুড়ায় যেন, বাংলা মায়ের শত ব্যথিত পরান।


মায়ের ভাষার মান বাঁচাতে
দেয় নি কোন জাতি প্রাণ,
বাঙালির আছে গর্বিত ইতিহাস
জীবন উৎসর্গের প্রমাণ।


ইউনেস্কো দিলো ঘোষণা
আন্তর্জাতিক মাতৃভাষার,
ভুবন জুড়িয়া পাবে না'কো তাহা
আছে শুধু বাংলার।


তারিখঃ ৫ ফেব্রুয়ারি ২০২০