মুজিব স্মরণে


মোঃ মোস্তাফিজুর রহমান


মুজিব তোমার স্মরণে এই দেয়ালিকা লিখা
তুমি ছিলে বাংলা জুড়ে উজ্জ্বল অগ্নিশিখা।
বায়ান্নতে ভাষার টানে লড়েছিলে তুমি
একাত্তরে তোমার ডাকে এলো স্বাধীন ভুমি!


শতবর্ষে বাংলায় তোমায় আবার পেতে চাই
মুজিব তুমি বিশ্বনেতা তোমার তুল্য নাই!
তোমার শাসনামল ছিল বাংলার স্বর্ণযুগ
সেই আমলের জন্যে আজও বাংলা যে উন্মুখ!


সদ্যস্বাধীন দেশটিকে তুমি চালালে দৃঢ় হাতে
নতুনরূপে গড়তে স্বদেশ চললে শত্রুর সাথে।
তোমার কাছে শত্রু-মিত্র সবই যে ছিল সমান
ওআইসি তে গিয়ে তুমি করলে তাহাই প্রমাণ।


দেশের জন্যে দিক-দিগন্তে ছুটে ছিলে সারাক্ষণ
সোনার বাংলা রাঙাতে তুমি বিলিয়েছো দেহমন।
তাই তো আজ এই শতবর্ষে মুজিব তোমায় স্মরি
ফিরে এসো তুমি বঙ্গদেশে চালাও তোমার তরী!


তারিখঃ ০৭ জুন ২০২১ঃ০৫ঃ১০পিএম
মুজিব স্মরণে, স্বপ্নের বাংলাদেশ।