মুক্তির ঋণ


মোঃ মোস্তাফিজুর রহমান


একাত্তরের মুক্তিসেনা
রাখেনি তো দেশের দেনা
করেছে সব শোধ,
তাদের দেনা শোধতে হবে
জাগে যেন এ বোধ?


মুক্তিসেনা দিলো যে প্রাণ
বাঁচাতে প্রিয় দেশের মান
করলো না দ্বিধাবোধ,
হে বাঙালি শ্রদ্ধা বিলাও
এ ঋণ করো শোধ।


বীর-বীরাঙ্গনা সবে মিলে
স্বাধীন স্বদেশ এনে দিলে
রাজাকার পরাবোধ,
চল্ না করি মুক্তিসেনার
রক্তঋণের শোধ।


নয় মাসের ঐ মুক্তিযুদ্ধে
পাক হায়েনার বিরুদ্ধে
গড়লো প্রতিরোধ,
তরুণ সমাজ দেশকে গড়ে
মিটাও ঋণের শোধ।


মনের জোরে দেশের তরে
মুক্তি আনলো অস্ত্র ধরে
তীব্র সে প্রতিশোধ,
চূড়ান্ত জয়ে যাদের রক্ত
শোধ সে ঋণ শোধ।


তারিখঃ ১০ আগস্ট ২০২২ঃ ৮:২২ পিএম
মুক্তির ঋণ, রক্তিম স্বাধীনতা।