নারী


মোঃ মোস্তাফিজুর রহমান


সৃষ্টির অর্ধেক অংশ তুমি হে মায়াবী নারী
তুমি পিছ'পা হলে এ বোঝা টানতে নাহি পারি।
তুমি মা, তুমি জায়া, তুমি হও যে ভগ্নি
তুমি প্রখর, তুমি শিখর, তুমি তেজস্বী অগ্নি!


তোমার রক্তে সৃজিত সকল নরজাতি হে মা
তোমার হাতে গড়া এ তনু, কি করে ভুলি তা।
তুমি না এলে হে নারী আমি, নিঃসঙ্গ থাকি সদা
জন্ম থেকেই তোমার ছায়া, ভুলিনি তাহা কদা।


তুমি তীব্র উৎসাহ দাতা, সুনিপুণ তোমার হাত
তুমি যদি সারথি হও, করি আমি বাজিমাত!
কেন এ সমাজ ভুলে যায় বলো নারীর অবদান
নারীর গতি থামলে হবে, এ জাতির অপমান।


কর্মে নারী, বর্মে নারী, নারী আজ উচ্চ শির
নারী যদি হয় বীরাঙ্গনা, নর হই মহাবীর!
নই লাঞ্ছনা, নই বঞ্চনা, একসাথে রাখি কাঁধ
স্বপ্নের দেশ সাজাই মিলে যতই আসুক বাঁধ!


তারিখঃ ০৮ মার্চ ২০২১ঃ ০২ঃ৩৭পিএম
নারী, স্বপ্নের বাংলাদেশ।