🛫🛤নিরাপদ ভ্রমণ🚔⛵


  মোঃ মোস্তাফিজুর রহমান


রাস্তা ঘাটে চলছে গাড়ি, বেপরোয়া  গতি
ট্রাফিক আইন জোরালো হোক, ফিরুক চালকের মতি।
ধুলিমাখা দীর্ঘজটে মতি হারা সেই চালক
হেঁচকা টানে ছুটে চলে খুলতে চোখের পলক।


চলতে পথে হঠাৎ থামে, জোরে কষে ব্রেক
আতঙ্কিত যাত্রীরা সব পায় জড়তার শেক।
অসুস্থ ও বয়োঃবৃদ্ধ, যাত্রী যদি হয়
ঝাঁকুনিতে কাঁপে সদাই, মনে থাকে ভয়।


বেপরোয়া গতি পেলে ট্রাফিক করায় ব্রেক
আক্কেল সেলামী আদায় করে চাকায় ফুটায় পেরেক।
ইট পাথরের নির্মিত পথ, উড়ছে সদা ধুলি
যাত্রা পথের হয়রানিটা,পথিক না যাই ভুলি।


বাইক চলে,রিক্সা চলে,ট্রাক-বাস-লড়ী শত
এই পথেরই যাতাকলে মরছে মানুষ কত।
রাস্তায় চলে গাড়ি-ঘোড়া, ঘাটে নৌকা বাঁধা
জীবন পথটা সত্যিই যেন,কঠিন  গোলকধাঁধা।


সড়ক পথে দূর্ঘটনা, ট্রেনেও পড়ছে কাটা
যাত্রা পথে নিত্য ভয়ে ছমছম করে গা'টা।
নদী পথে নৌকা ডুবি প্রতি দিনই দেখি
বায়ুপথেও ধ্বংস বিমান, চালকের হলো এ-কি?


নিরাপত্তা আসুক নেমে, কেটে যাক সব ভয়
মানবকুলে ফিরুক আশা, হোক সভ্যতার জয়!


তারিখঃ ২৮ জানুয়ারি ২০২০