অবেলার তরী


মোঃ মোস্তাফিজুর রহমান


আমি কৃশকায় এই অবেলায় ভাসাইলাম তরী
ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চিত করে ময়ূরপঙ্খি নেব ভরি।
জীবন ডানার অথৈ নদে আমি মাঝি একা
কবে জানি মিলবে ভালে উত্তরীয়র দেখা।
জীবন বৃক্ষের নিয়ম নীতি কতটুকু জানি
জানতে পথে অবজ্ঞা পোষে বিন্দু নাহি মানি।
অকৃত্রিম বন্ধুর পরশে পথিমধ্যে স্তুতি পাই
নিজের অপূর্ণ আহরণ করি, দিতে নাহি কভু চাই।
দূর্গম পঙ্কিল দিবস জুড়ে শুধু অপ্রাপ্তির স্বাদ
মানবিকতার নিষ্পেষণ তথায় করে আর্তনাদ।
বিন্দু বিন্দু দানে তুমি যাহা তুলিয়াছ গড়ি
তার ই সম পাইবে তুমি,নব কোন খামে পুরি।
প্রাপ্তি দানের হিসাব ঠিকই দেখিবে বেলা শেষে
তুমার দর্প যত অহংকার সবই তব যাবে মিশে।
জীবন ভেলার প্রতি পরতে হিসাব করে চলো
যথা তস্কর ঘৃণ্য থাবা তথায় প্রতিবাদ তোল।
হোক না মনিব,না হয় মিছকিন, তুমি হবে অবিচল
পাঞ্জেরী রুপে আবির্ভূত হও, হয়ো না কভু বিকল।
অবেলার তরীতে মন মাঝি তুলিয়া দিয়েছ পাল
সঠিক পথে সতত চলো,ছাড়িও না ন্যায়ের হাল।
পথের দিশারী হতে তুমি, পালঙ্কে তোল শির
ন্যায় সত্যের পথিক তুমি, তুমি বিজয়ী বীর!


তারিখঃ ১৪/০২/২০২০