পরিণতি (রূপক কবিতা)


মোঃ মোস্তাফিজুর রহমান


রাতের প্রহরে-প্রহরে
অঝোরে শিশির কণা ঝরে----,
আবার প্রভাত হতে না হতেই;
সমূদয় মিশে যায় দূর্বাদলে।


কে মনে রাখে শিশিরের রোদন?
কালস্রোতের ধারা ভাসিয়ে নিয়ে যায় সকল ত্যাগী-ভোগীকে। কর্ম পরিণতিতে অতল গহ্বরে নিমজ্জত হয় সকলি।


রাতের সুবিশাল পরতে
অজস্র কালোধোঁয়াও;
রঙিন পাখা মেলে শঙ্খচিলের বেশে উড়ে বেড়ায়,
কত না শিশিরকণা মাড়িয়ে চলে গতির স্রোতধারায়
অতিদর্পে চূর্ণ করে শিশিরের শেষ আশ্রয় টুকুকেও।


ধীরে-ধীরে শিশির শুকিয়ে যায়
মিশে যায় দূর্বাদলের অন্ত্রে,
কিন্তু অকৃতজ্ঞ কালোধোঁয়াকে সে ভুলে না
মনে রাখে, শুধুই শেষটা দেখার জন্য।


কালোধোঁয়াও একদা জ্বলতে থাকে
প্রবল বিস্ফোরণে;
শিশিরকণা তখন, আর;
কালোধোঁয়াকে শান্ত করতে আসে না
দুর্গন্ধ-বিশ্রী কালোধোঁয়াকে সে জ্বলতে দেখে,
আর; উপভোগ করে,
তথাপি নিজে পরমশান্তিতে মিশে থাকে দূর্বাকমলে।


তারিখঃ ০৫ ফেব্রুয়ারি ২০২১ঃ ১১ঃ৫৫পিএম
পরিণতি, স্বপ্নের বাংলাদেশ।