ঋণ মোচন


মোঃ মোস্তাফিজুর রহমান


শীতের প্রকোপ অনেক বেশি
দিন গড়িয়ে রাত,
ঘন কুয়াশায় যায় না দেখা
পূর্ণিমার'ই চাঁদ!


দীর্ঘ এ রাত প্রভাত হবে
কেটে যাবে ঘোর,
ছিন্নমূলের ভাগ্যরেখা'র
হবে কি আর ভোর?


ঠকঠকিয়ে কাঁপে তারা
কুয়াশার চাদর মুড়ে,
উষ্ণতার'ই পরশ পেতে
দাঁড়ায় তোমার দোরে।


বিত্ত-বিভব অঢেল তোমার
তবুও অনেক ঋণ,
ঋণের বোঝা হালকা হতে
খুঁজিও বিত্তহীন।


আরাম-আয়েশ সবার সাথে
শেয়ার করো আজ,
রোজ হাশরে মিলবে তবে
তোমার মাথার তাজ।


সম্পদের হক করো আদায়
ওহে বিত্তবান,
তা না হলে মধুর হাসি
ঐদিন হবে ম্লান।


তারিখঃ ২২ ডিসেম্বর ২০২০ঃ১২ঃ২৮ এএম
ঋণ মোচন, স্বপ্নের বাংলাদেশ।