শকুনিমামা


মোঃ মোস্তাফিজুর রহমান


মানুষ রূপের নরপিশাচ
ঘুরছে তোমার পাশে,
চক্ষু দুটি শকুনের ন্যায়
মৃদু মৃদু হাসে।


করে তারা খোশামোদি
ভদ্রলোকের মতন,
মিথ্যা কথা বলে তারা
করে অতি যতন।


মনে তাদের হিংসা ভীষণ
অগ্নিগিরির লাভা,
মিথ্যা ফাঁদে ফেলে তোমায়
দিবে হিংস্র থাবা!


লোকসমাজে ঘৃণিত তারা
ন্যাকামি তাদের ছল,
হিংসার অনলে পুড়িয়ে তোমায়
করতে চায় বিকল?


দৃশ্যতঃ তারা বিনয়ী হলেও
অন্তরে বিষের ছুরি,
কুচক্রে তারা আশ্রিত হয়
বচনেতে ফুলঝুরি।


নিজের তরে কুৎসা করে
এটাই তাদের কাজ,
বুদ্ধি বিবেক লোপ পেয়েছে
নেই'কো তাদের লাজ!


নিজকে নিয়ে মত্ত তারা
করছে অন্যের ক্ষতি,
সমাজে ওরাই শকুনিমামা
হোক না বেইজ্জতি?


তারিখঃ ১২/০৬/২০২০