শবে কদরের কদর করি


মোঃ মোস্তাফিজুর রহমান


হাজার মাসের চেয়ে উত্তম
পবিত্র শবে কদরের রাত,
মুসলিম উম্মাহর জন্য বড়ই নিয়ামত
এ রাতে আসমানের দরজাগুলো খুলে দেন আল্লাহ তাআলা
রহমতের ফেরেশতারা জমিনে অবতরণ করে।


এই রাতের দৃশ্যপট অত্যন্ত নির্মল
আকাশ মেঘলা থাকে না,
আলোচ্ছটায় ঝলমলে এক রাত
যেন জোনাক পোকা জ্বলজ্বল করে মিটিমিটি তারার মাঝে!


ধর্মপ্রাণ মুসলিম,
সন্ধ্যা থেকেই ছুটে আসে মসজিদ পানে
রাতভর আল্লাহর ইবাদত করে,
জিকির ও নামাজে আল্লাহ নৈকট্য লাভের চেষ্টা করে।
বিগত বছরের আমলনামাকে নিজ চোখে যেন প্রত্যক্ষ করে সবাই
বদআমল থেকে আল্লাহর কাছে মার্জনা চাহে।


আল্লাহ মার্জনা করেন
অন্য সকলকে!
শুধুমাত্র তাদের ব্যতিত,
যারা পিতামাতার অবাধ্য, সুদখোর-ঘুষখোর
ও মহান আল্লাহর সাথে শিরকের মত জঘন্য কাজ করে।


ভোর রাতে ফজরের নামাজ শেষে-----
মার্জনাপ্রাপ্তগণ, যেন নিষ্পাপ দেহে বাড়ি ফিরে!
কিন্তু সমাজে এমনকিছু মানুষ আছে
যারা সারাবছর কৃতকর্মের জন্য মার্জনা চাহে না বা অনুতপ্ত হয় না।
তারা শুধুই এই পবিত্র শবে কদরে আসে
পাপের বোঝাকে হালকা করতে,
তারা সমাজের বড় অংশ,
তাদের এ পবিত্র রাত থেকে শিক্ষা নেয়া উচিত।
সমাজের ঘৃণ্য আস্ফালন থেকে------
তাদের দৃষ্টিকে আলোর পথে আনা একান্ত প্রয়োজন।


যেন কেউ বখিল না হন, পবিত্র শবে কদরেও
আসুন, মার্জনা পেতে শবে কদরের যথাযোগ্য কদর করি।


তারিখঃ ০৩ মে ২০২১ঃ০৫ঃ৪২পিএম
শবে কদরের কদর করি, স্বপ্নের বাংলাদেশ।