সোনার মানুষ


মোঃ মোস্তাফিজুর রহমান


নিখাঁদ ওরা "সোনার মানুষ"
আমার চাষি ভাই,
দেশ গড়তে তাদের কোন
তুলনা যে নাই।


ঘামে ভেজা দেহখানি
যেন লোহার পাত,
দেশ-দশের তরে তারা
সহে শতো ঘাত।


তারাই দেশের অন্নদাতা
উদার তাদের মন,
সবার মুখে আহার দিতে
করছে তারা পণ!


তাদের শ্রমে শ্যামল মাঠে
ফলে সোনার ধান,
নয়তো তারা ঘৃণিত জাত
তারাই দেশের প্রাণ।


চলো এবার খুঁজি তাদের
শুধিতে কিছু ঋণ,
তাদের ঘরেও ফিরিয়ে দেই
সোনালি সুদিন।


তারিখঃ ৩০ জুন ২০২১ঃ১১ঃ৪৩পিএম
সোনার মানুষ,  স্বপ্নের বাংলাদেশ।