তামাক মুক্ত বিশ্ব


মোঃ মোস্তাফিজুর রহমান


তামাক মুক্ত একটা বিশ্ব
সকলেরই চাওয়া,
যদি সবাই সচেতন হই
তবেই হবে পাওয়া।


তামাক থেকে ছড়ায় দেহে
যক্ষা ব্রংকাইটিস,
এই তামাকেই আরও ছড়ায়
ক্যান্সার, স্ট্রোক, লরিংস।


কোমলমতি শিশু-কিশোর
কৌতূহলের ফলে,
গ্রহণ করো না তামাক দ্রব্য
পড়তে যাতাকলে।


যে তামাকের করাল গ্রাসে
সমাজ আজ অ্যাটাক,
সবাই মিলে চেষ্টা করলে
মুক্ত হবেই তামাক।


তামাক মুক্ত একটা বিশ্ব
পেতে চাই আশ্বাস,
পেলে তবেই প্রাণভরে---
নেবো স্বস্তির নিঃশ্বাস।


তারিখঃ ৩১ মে ২০২২ঃ১২ঃ৩৪পিএম
তামাক মুক্ত বিশ্ব, বিশ্ব তামাক মুক্ত দিবসে।