**ভাইরাল**


মোঃ  মোস্তাফিজুর  রহমান


ভাব ছিলাম ভাইরাল হবো
আর কিছুদিন পর,
শুভাকাঙ্ক্ষীদের তাড়নায়
আর সইল না তর।


নিত্য নতুন ভাইরাল দেখি
নানানরকম ঘটনা,
কাজের নামে হচ্ছে যত
মিথ্যে বিষয় রটনা।


গার্মেন্টসে অগ্নিকুণ্ড
সদা যাচ্ছে দেখা,
ফোন হাতে ভাইরালে মত্ত
সাহায্যের কোটা ফাঁকা।


দালান ধ্বস ও পাহাড় ধ্বস যেন
সময়ের কালচার,
বিপদাপন্নকে ভাইরাল নয়
করো বিন্দু উপকার।


বাসে ট্রেনে দূর্ঘটনা
নিত্য যেথায় পাই,
মুঠোফোনে ভাইরাল কেন
বুকেতে দিব ঠাঁই।


ভাইরাল করো ঠকবাজদের
জুলুম নির্যাতনের,
ভাইরাল করো দুর্নীতি ও
শত অনাচারের।


খুন ধর্ষণ ও জ্ঞানপাপীদের
যত ঘৃণ্য থাবা,
প্রতিবাদ করো হে পাঞ্জেরী
করে দাও তাদের হাবা।


প্রতারক, চাল চোর
মুনাফালোভী মুদি,
বড় ক্ষতি হবে দেশের
ভাইরাল না'করো যদি।


নরাধম যত আছে, এই;
বাংলা মায়ের বুকে,
ভাইরালেরই লজ্জায় যেন
মরে সব ধুঁকে-ধুঁকে।


তারিখঃ ০১ ফেব্রুয়ারি ২০২০