আমি ব্যাংকের ভল্টের মতো
গচ্ছিত রাখি দিনের আলো
সাজিয়ে রাখি বৃক্ষের পাতা।
হা করা বীজপত্রের ওষ্ঠে
তুলে রাখি অমর জীবন।
এসব আমি করি তোমারই জন্য।


থানকাপড়ের দোকানির মতো
আমি ধরণীর আগোছালো
সকাল সাজাই
সন্ধ্যাগামী বিকেল গোছাই
হাতের মুঠোয় ধরে রাখি
কাঁড়ি কাঁড়ি সূর্যমুখীর হাসি।
এসব আমি করি
নারী, তোমারই জন্য।
আর
এসব
আমি
করি
নারী, আমারই জন্য।


নারী, তুমি মানেই-
অনাগত সুপ্ত প্রজন্ম।
নারী, তুমি মানেই-আগামী,
পরবর্তী আর এক আমি।