হৃদয়ের সন্ধি বিচ্ছেদ করতে গিয়ে দেখি
এখানে শুধু তুমি , তুমি আর তুমি
তুমি ছাড়া আমি যেনো এক নিস্প্রাণ মমি ৷

যতবারই স্বপ্নগুলোর সন্ধি বিচ্ছেদ করেছি
দেখেছি স্বপ্নময় শুধুই তুমি
যেখানে সেখানে শুধু তোমারই প্রতিচ্ছবি ৷

ভালোবাসার সন্ধি বিচ্ছেদ করতে গিয়েছি
দেখি তোমাতেই বেঁচে আছি
তুমিহীনা শূন্যতায় পরিপূর্ণ মরুভূমি আমি ৷

সন্ধি বিচ্ছেদ করতে গিয়েছি স্মৃতিগুলোর
সেখানেও বিবর্ণ এই আমি
স্মৃতিগুলো এখানে শুধু তুমিময় বেঁচে অাছে ৷

কষ্টগুলোর সন্ধি বিচ্ছেদ করবো ভেবেছিলাম
কিন্তু কষ্টগুলো সব ভূলে গিয়েছি
তোমার স্পর্শে কষ্টগুলো দিয়েছে অন্যত্র পারি ৷

অবশেষে সন্ধি বিচ্ছেদ করতে গিয়ে বুঝলাম
তোমাতেই আমি হয়েছি নিলাম
তাইতো আজ তোমাতেই পূর্ণ সমর্পিত হলাম ৷