বখে যাওয়া শহরের মতো করে
আমিও বখে গিয়ে হয়েছি বখাটে ,
অসভ্যতা ঢাঁকা সভ্যতার মলাটে
আমিও সভ্য সেজেছি সেই মলাটে ৷
এখানে স্বপ্ন কিনতে হয় চড়া দামে
কিন্তু স্বপ্ন ধ্বংসকারী মাদক পাবে ,
তাও আবার খুব সস্তা-কম দামে
এই শহরের প্রতিটি পরতে পরতে ৷
প্রশাসন এখানে রোজ ব্যাস্ত থাকে
মাসিক মাসোহারার হিসেব নিকেশে ,
মাসোহারায় দিলে থাকবে যেমন ছিলে
মাসোহারার কমতি হলে তবেই জেলে ৷
উৎপাদকরা ঘুমায় এখানে এসি রুমে
রাজনীতি আবার তাদের পিছেই ঘুরে ,
টাকার মলাটে সততারও সনদ মেলে
হোকনা উৎপাদক কিম্বা বিক্রেতা সে ৷
এশহর আজ আমার মতোই বখাটে
অসভ্যতাকে রেখেছে সভ্যতার মলাটে ৷