অন্ধকার বড় ভালোবাসি
তাই অন্ধকারই খুঁজি
আর বসবাস ঐ অন্ধকারেই ৷
আলোর স্বাদ নিতে চাই না
মিষ্টি সকালের গন্ধ চাই না
চাই না সূর্যের সোনালী আলো ৷
রাতের আঁধারে যদি কভু ওঠে
ঝলসানো রুপোর আলো
তাই দেখে আমৃত্যু থাকবো ভালো ৷
আঁধারের মাঝে পাই ছদ্মবেশ খুঁজে
আঁধারই আছে তাই অলস মস্তিষ্কে ৷
আঁধারের রুপালী রুপটা কেমন
দেখেছো কি কেউ কভু কখনো ?
তাইতো আঁধারে দ্বিধাদন্দ এমন ,
আঁধারে রয়েছে শিশু মায়ের জঠরে ,
কৃষ্ণ সাগরের জলও রয়েছে আঁধারেই পড়ে ,
ব্ল্যাকহোলস রয়েছে সেই আঁধারেই পড়ে ৷
আলোর রুপটা দেখবে আঁধার কাছে এলে
রাতের আঁধার বিহনে আলো কি গো ফোঁটে ?
তাই দেখো আঁধারের পিছু আলোক ছটা ছোটে ,
ঠিকই একদিন এভাবেই উঠবো বেড়ে
আঁধারের মাঝে উজ্জল আলো হয়ে
অবাক বিস্ময়ে থমকে দেখবে পৃথিবী আমাকে ৷