আন্দোলিত করে না আর মনকে
শহুরে জীবন আর রাত আজকে ,
এখনে বিজ্ঞানের ছোয়া পড়েছে
উন্নতি হয়েছে প্রতিপদে ,
কিন্তুু মানুষ চিন্তা ও চেতনাকে
এখনো অনুন্নত রয়েছে ৷
জীবন পরিণত হয়েছে এখানে
হাল পাল ছেঁড়া ডিঙ্গি নৌকাতে ৷
জীবন বলতে যা বোঝায় এখানে ,
সে হলো বয়ে চলা অন্তহীন ভাবে  ৷
রাস্তার পাশে নিয়ন বাতি জ্বলে
এখানে জীবনের উন্নয়ন হয়েছে ৷
অথচ !
জোৎস্না গলে পরবে না এখানে
গাছের নীচে অন্ধকার পথ পেরুতে ৷