অনতি দূরে প্রেয়সী আছে
চুপটি করে আনমনে বসে ,
অপেক্ষায় অপেক্ষারত হয়ে
কখন প্রিয় আসবে কাছে ৷
নীরবে নীভৃতে গেঁথে চলেছে
সুতোর এফোঁর ওফোঁর দিয়ে ,
হাজারো কারুকাজ সম্বলিত
স্বপ্নের মায়াবী নকশা ৷
সে জানে অনতি বিলম্বে
হৃদয়ের হৃদয় কুঠিরে পাবে
অতি কাঙ্খিত চেনা মুখ
যাকে দেখলেও মনে জাগে সুখ ৷
পরিবারের শাসন ত্রাসন সংহার ছেড়ে
সে এসেছে প্রিয়র ঘরে
সকল বাধা বন্ধন ছিন্ন করে
একাত্ব করে বাঁধবে প্রিয়কে স্বপ্ন ডোরে ৷
প্রিয় কে পাবার অতৃপ্ত বাসনা নিয়ে
হেঁটে চলেছে সে সময়ের পাশ দিয়ে ,
প্রতিটি ক্ষন মনে হয় তার কাছে
লক্ষকোটি যুগ বা তারঅধিক ৷
এভাবে সময় বয়ে চলেছে তার
বুকে নিয়ে স্বপ্ন অপার
তবুও মনে তার প্রশ্ন জাগে
কখন প্রিয় আসবে কাছে ৷