যখন তোমার ভুল ভাংবে
সম্পর্কের দেনা পাওনা গুলো চুকিয়ে
শুন্য আঁচলে আসবে দ্বারে
কিন্তুু কি অদ্ভূত ব্যাপার জানো
ততোদিনে বড্ড দেরি হয়ে যাবে
অতীত স্মৃতিগুলোকে বস্তাবন্দী করে
তোমার ঠিকানায় দিয়েছি পাঠিয়ে
সাথে একখানা নীলখামে মোরা চিঠি ৷
প্রিয়তমা,
যখন তোমার বিবেক কে নাড়া দিবে
এই বস্তাবন্দী স্মৃতি আর চিঠি ,
তখন প্লিজ তুমি কেঁদোনা
তোমার স্বামী সন্তান এর সামনে ৷
কারন !
আমি চাইনা তোমার অসম্মান হোক
ওদের সামনে
যারা তোমাকে এতদিন মাথায় করে রেখেছে
তবে একটা প্রশ্ন নিয়ে যাচ্ছি চলে
এই পৃথিবীর মায়া ছেড়ে
আর তা হলো
কি ভুল ছিলো আমার ?