যখন চাঁদ তারা জাগা
এই রাতের বিশ্বালয়ে ,
যখন প্রাণী বলতে
রাতের এই পৃথিবীতে
কেউ আর নেই জেগে ,
যখন দাওয়ায় বসে
স্বপ্ন প্রেমীক যুগলে
মায়ার স্বপ্নে জাল বুনে
সারাটি প্রহর জুড়ে ৷
যখন এই ইলেকট্রিসিটির যুগে
বৈদ্যুতিক আলোর ফুয়ারা বইয়ে
গ্রাম্যবধু ধান উড়োয় সারাটিরাত
নিদ্রার কোলে না গিয়ে ৷
যখন অশ্বথের তলে
ডাহুকের গানের আসর বসে
সারাটি প্রহর জুড়ে ,
আর একবার জীবনানন্দরে জাগাতে ৷
যখন ঘুম ভাঙ্গা আধোরাতে
প্রিয়ার বাতায়ন পাশে
প্রেমিক চাঁদ এসেছে
নজরুলেরে চিনিয়ে দিতে ৷
যখন আজকের এই জোছনা রাতে
সবাই বনে গেছে চলে
বিরহী রাতে রবি ঠাকুরেরে
আমাদের মাঝে নিতে ৷
এমন তো মানে না
এমনও দারুনও ক্ষনে
শুধুই যে পড়ে মনে
বাংলার স্বর্ণালী রুপেরে ৷