এক আগন্তুক আমি তোমাদের লোকালয়ে
ওরা ক্ষুধার্ত তাই আহার দিয়েছি তুলে মুখে
তবুও কেনো তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকালে ?
তোমার পকেটে হয়তো অনেক টাকা আছে
তবু অনাহারীর মুখে পারনাতো অন্ন দিতে
আমি যদি দিই তবে তোমার কেনো জ্বলে ?
আগন্তুক আমি সত্যিই হতবাক হয়ে যাই
তোমাদের বিবেক আর মনুষত্ব দেখে ভাই
গরীব বলে ওদের কি কোনই মুল্য নাই ?
এক আগন্তুক আমি তোমাদের লোকালয়ে
অবাক চোখে তাকিয়ে আছি রাস্তার দুই ধারে
ওর আর আমার মাঝে পার্থক্য কি কিছু আছে ?
এক আগন্তুক আমি তোমাদের লোকালয়ে
দেখেছি মানুষ-কুকুর একসাথে খায় ডাস্টবিনে
প্রশ্ন রইলো তোমাদের এই সভ্য সমাজের কাছে
ওদের কেউ আপন ভাবলে তোমার কেনো জ্বলে ?