অনেকটা পথ হেঁটে চলেছি পৃথিবীর বুকে
আদিম পেরিয়ে আজ এসেছি সভ্য নগরে ,
কালের বিবর্তনে নাকি ওরা সভ্য হয়েছে
অথচ সভ্যতার লেশ মাত্র পাইনি খুঁজে ৷
নগড় জুড়ে অট্টালিকায় সমাজ অাজ সভ্য
বড় বড় মিল কারখানায় বাতাস দূর্ভেদ্য ,
মনের ভেতরে ক্লেশে ক্লেশে আজও জরাজীর্ন
মুমুর্ষ মানবতা icu তে বন্দী বাঁচার আশা ক্ষীণ ৷
সভ্যতার সাথে অন্যায়,নির্যাতন,হানাহানি দেখে
বিবেক আজ মুখ লুকোয় কপাটের আরালে ,
এই সভ্যতার মুখোশে আজ অসভ্যরাও ঘুরে
মুখোশে সবাই ওদের মানুষ ভেবেই ভুল করে ৷
শহরজুরে অট্টালিকা আর বিষাক্ত কালো ধোঁয়া
কান পাতলে শোনা যায় গুমরে কাঁদে হতাশা ,
দুঃখ কষ্ট গুমরে গুমরে কাঁদে দরজার ওপাশে
এপাশে মুখোশে সভ্যতাও সুখের সওদা করে ৷
কেউ এখানে বিশাদ লুকোয় মদের বোতলে
কেউবা আবার মজা লুটতে ভীড় করে এখানে ,
আসলে সবাই আমরা এক মুখোশের আরালে
এই মানুষের মুখেই বাস হাজারো মুখোশের ৷