ধর্ষিতার নীরব চিৎকারে আজ প্রকম্পিত বাতাস ,
আর কতো তনু বিউটিদের হতে হবে এমন লাশ ?
অসহায় পিতামাতার সম্বল আজ শুধুই দীর্ঘশ্বাস ৷


ধর্ষকের কাঁধেই কাঁধ মিলিয়ে দিব্যি আছে সমাজ ,
সাধের গণতন্ত্রে আজ চলছে শুধু ধর্ষকেরই রাজ
আর অসহায় ধর্ষিতার মাথায় শুধু কলঙ্কের বাজ ৷


স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা সে আজ কোথায়?
নীতিকথা সেও আজ মোটা মানিব্যাগে মুখ লুকায়
আইন সেতো বন্দী আছে ঐ ক্ষমতাধরের জিম্মায় ৷


গণতন্ত্র ? তাকেতো দেখি আজ সংবিধানে আটকা ,
আর স্বাধীনতা ? সেও আজ একটা বাক্সবন্দী প্রথা ,
মনুষ্যত্ব আজ মুখ থুবরে পড়ে থাকা এক নীতিকথা ৷


প্রতিনিয়তই ধর্ষণ হচ্ছে আমার সোনার বাংলাদেশ ,
এ যেনো সেই একাত্তরের পাকিস্থানী হায়েনার বেশ
জাতি তুমি কতো লুকাবে প্রিয় পতাকায় তব ক্লেশ ?