মানুষ যে এক সামাজিক জীব
এ কথা আজকে বড়ই নির্জীব ,
মানুষ সে আজকে হিংস্র প্রাণী
এটাই যেনো আজ অমোঘবাণী ৷


সামাজিকতা সবাই ভুলে গিয়ে
হিংস্রতাকে আজ লালন করে ,
কোথায় মানুষ?কেইবা মানুষ ?
মানুষ পরিচয়েই দেখি অমানুষ ৷


যতোটা হিংস্রতা থাকে পশুতে
তারচেয়ে ঢের বেশি মানবন্তরে ,
হিংস্রতা যদি পশুত্বকে ছাপায়
মানুষ নামটা তাকে কি মানায় ?


মানুষে মানুষে ভ্রাতৃত্বের বন্ধন
জানিনা একথা মানে কয়জন ,
মানুষ যেনো আজ সমাজচ্যুত
সৌহার্দ্যের নেই কোনই গুরুত্ব ৷


যে সমাজে তুমি বসবাস করো
সে সমাজকেই আপনার করো ,
হিংস্রতার বিষ ছড়িয়ে না দিয়ে
সৌহার্দ্যের বীজ ছড়াও সেখানে  ৷