তীব্র ব্যথা বুকের বাম পাশটায়
আর প্রচণ্ড নীরব চিৎকার,
শোনার মত কোথায় কেউ নেয়
শুধু আমি, আর আমার।


আমার দিনগুলি যাই অনাহারে
কষ্টের শেষ সিঁড়ি পার করে,
এ যেন এক অন্য ক্ষুধা
কি দিন কি রাত যায়না বোঝা।


তবুও আমি হেটে যাই
এই অজানা পথ ধরে,
আমি, শুধু এই আমি কে সঙ্গী করে।


জানিনা আর কতটা পথ দিতে হবে পাড়ি
বাবা মা ভাই বোন সবাইকে ছাড়ি !


হাতে যখন নিয়েছি বৈঠা
তৈরীতে ছেড়েছি পাল,
দেখেই যাবো শেষটা কোথায়
আজ নয়তো কাল।


যতক্ষণ ঝরবে আমার ঘাম
তোরা যতই বলিস থাম,
ছুড়ে যাবো আমি সামনের দিকে
করিসনা পছুটান।


মেঘ ভেঙ্গে ওই রক্তিম সূর্য
আনবোই আমি আনবো,
আমার মত আমার পৃথিবী
আমি নিজেই গড়বো ।