গোস্ত খাওয়ার ভয়
দাঁতের ভেতর আটকে গেলে
দারুণ কষ্ট হয়।


বাহির হবার নয়
নেকড়ে গুলো ওঁৎ পেতেছে
নিখিল বিশ্বময়।


সমুদ্রের ওই ঢেউ
যাচ্ছে বেয়ে দারুণ ভাবে
নাই তো দেখার কেউ।


পোড়াকপালীর মুখ
আর্তনাদের আত্ব চিৎকার
জর্জরিত বুক।


মধ্যরাতের পোকা
ঘুরতে গিয়ে এদিক ওদিক
খাচ্ছে বড় ধোঁকা।


কলঙ্কিত নারী
ঠাই পাই না আপন ভাবে
পাই না খুঁজে বাড়ি।


স্বপ্নময়ী সকাল
পার হচ্ছে অঘোর ঘুমে
উঠতে উঠতে বিকাল।


ফুটন্ত ওই ফুল
হাজার জনে হচ্ছে পাগল
গন্ধেতে মশগুল।


উচ্চবক্ষা নারী
টেরি চোখে দেখে নিতে
হয়না কারও দেরি।


সুবিশাল এই আকাশ
নিলচে সাদা মেঘে ঢাকা
মৃদুময়ী বাতাস।


আর সর্বহারা  আমি
ব্যথিত এই বুকটা নিয়ে
সামান্য পাগলামি।


আসবে ফিরে বলে
অপেক্ষাতে দিন চলে যাই
ফিরবে কোন কালে
তুমি, ফিরবে কোন কালে...!!??