বাহ চমৎকার,  তবে তাই হবে
এখন বলো তাহলে সময় কবে?


শুক্রবার বিকেল ঠিক চারটায়
খেলবো কিন্তু আমাদের ভাটায়,


ফ্রেন্ডশিপ নাকি ছোটখাটো বাজি?
রাজি থাকলে খেলবো আজি


দুটো বল, দুটো টেপ, কি চলবে?
নাকি আরও কিছু বলবে?


আচ্ছা ঠিক হলো তাই
এখন নিলাম বিদায়।  


ম্যাচ কিন্তু জেতা ই চাই
বলিলেন বড় ভাই,


কে কে খেলবে করা হলো লিস্ট
অনেক ভাবিয়া ১১ জন করা হলো ফিক্সড,


খেলা কালীন আরও ছোট খাট আসে যদি চাপ
তাই আরও তিন জন রাখা হলো ব্যাকআপ।


করিয়া জুমা র সালাত শেষ
তারপর পাল্টিয়ে বেশ,


প্রস্তুতি শুরু
বুক কাপে দুরু,


দলে আছে যজন
করিলাম ফোন,


একটু রোদ চুকে যাক
তোরা রেডি হতে থাক।


সবাই হয়ে একসাথে
হাত রেখে হাতে,


উঠিলাম ভ্যানে
আহ র্ফূতি কি মনে।


এসে দেখি ভাটাই
কারো হাতে নাটাই,


কেউ করে দৌড়াদৌড়ি
আর কেউ মারামারি ।


দেখিয়া আমাদের দল
ওরা নিয়ে এলো বল,


সাথে স্ট্যাম্প ও ব্যাট
মাথায় সাদা কালা হ্যাট,


হয়ে গেলো টস
টসে করিলাম লস ।


খেলা হলো শুরু
বলে আসিলেন নুরু,


ছয়, ছয়, ছয়
শুরু হলো ভয়,


একি শুরু হলো
নুরু কেনো বলে গেলো !


পরের বলে আবারও হাঁকাতে ছক্কা
দারুণ এক ক্যাচে এবার পেলেন অক্কা,


বাঁচিল দলের মান
সাথে নুরু পেলো প্রাণ ,


ঝাড়ি ঝুড়ি মেরে নানান কথা বোলে
এবার লর্ড এলো বলে,


প্রথম বলে ছয়, তারপর চার
শুরু হলো আবারও বেধড়ক মার


একি হলো শুরু
ডাকিলেন গুরু


বলে যাবে এবার কে!
বাদশা, নে, তুই বল নে,


পারফেক্ট সিলেকশন
খুশিতে ভরিলো সবার মন,


দুটো ডট বল, সাথে দুটো উইকেট
তিন টপ ব্যাটার সব হলো প্যাকেট,


করে সবশেষে ওভার
১২৫ রানে প্রথম পর্ব হলো কভার।


বিরতির পালা
কিছুক্ষণ বন্ধ থাকলো খেলা।


ব্যাট হাতে বড় ভাই, ওপারে আলো
এক ওভার শেষে তিন রান হলো


আলো নাম যার
খেলা শুরু হলো তার


শুরু হলো মার
শুধু ছয় আর চার


টার্গেট ১২৫, মোট ১০ ওভার
রান নিয়ে দ্রুত করতে হবে কভার ।


তিন ওভার শেষে রান হলো সাতাশ
এমন স্কোরে সবাই বেশ হতাশ,


হয়ে গেলো একটু লেটে
শেষে তিন উইকেট সাগর এলো ব্যাটে,


ছয় চার দুমদাম
কেড়ে নিলো তাদের ঘুম


ছয় ওভার ছয় উইকেট আশি রান
খেলার পরিস্থিতি খুবই টানটান


চার ওভারে পঁয়তাল্লিশ বেশ অনেক দেরি
মনে ভয় সংশয় জিতি নাকি হারি ।


ওয়াইড লাইন ছুয়
এক হলে লেখে দুই,


রানের খাতা হাতে নাঈম
অনায়াসে ই করতে পারে ছোটখাটো ক্রাইম ।


দুই বল আর, রান লাগে চার
ব্যাট হাতে হুদা, ডাকিতেছে খুদা


এ জীবনে তার,
সে মারে নিকো চার


অগ্নি পরীক্ষা আজ
দেখা যাক হয় নাকি কাজ


১ম বল গেলো ডট
মাথা সবার হট


হতাশ আর ভয়
কি জানি কি হয়


লাস্ট এক বল বাকি
আল্লাহ জানে কোনো রান হবে নাকি


বল এলো ছুটে
না দেখিয়া মোটে


হুদা চালালো ঝাঁটা
ওয়াও, সাব্বাস, সাব্বাস বেটা


বল হলো চার
শুরু জয়ের জোয়ার


ভুলে সব ক্লান্তি
মনে এলো শান্তি


স্মৃতির পাতায় আজীবন থাকবে এই ম্যাচ
খেলেছিলাম আমরা এস, এস, সি ২০১৩ ব্যাচ।