নাম দিয়েছে বুদ্ধিজীবী, এক'শো টাকা আনা,
কিনতে পাবে,সস্তা দামে,নাই কো কোনো মানা,
দেশ যদি যায় উজাড় হয়েও, মুখ খোলে না তবু,
তোমার আনা'য় বিক্রি সে যে,ডাকবে তোমায় প্রভু।


দেশের ক্ষতি,দশের ক্ষতি,যায় কি আসে তাই?
প্রভুর হুকুম মানবে তারা উপায় তো আর নাই।
বুদ্ধিজীবীর নাম বেঁচে তাই অট্টালিকা গড়ে-
হুকুম এলেই প্রভুর তরে লুটিয়ে তারা পরে।


বুদ্ধিজীবীর বুদ্ধি যে আর দেশের তরে নাই,
মুক্ত বাণীর,মুক্ত সজীব 'বুদ্ধিজীবী চাই—