তুমি যেদিন শাড়ি পরে সামনে আসবে–


শহরতলিতে বাঁধবে বিশৃঙ্খলা,নগরী কোলাহলে ভরে যাবে।
শহরে জন্মাবে নতুন কবি।
যার কবিতা জুড়ে শুধু তোমার বিচরণ–


দমকা হাওয়া আরো জোড়ালো হয়ে ঝড়ে রূপান্তরিত হবে,
মিছিলে মিছিলে স্লোগান হবে তোমাকে নিয়ে।
শুধু মাত্র তোমাকে নিয়ে।


তোমার আশেপাশে প্রেমিকের আনাগোনা বাড়বে।
পাখিদের থেকে শীষ দেয়া শিখবে কিছু কিশোর।