জঠরজ্বালায় দিকহারা পথিক।
তীব্র তৃষ্ণায় রসনা শুকায়,
ঝিম ধরে তার গায়ে,
অদূরের পথ আঁকে মহাকালের যাত্রা।
তেমন যন্ত্রনা ছিল বক্ষে।
নিস্তব্ধ রাত অনুভূত হয় না বহুদিন।
সেদিন হলো।
তিলে তিলে সঞ্চিত কথার বারুদ বিস্ফোরিত হলো তোমার নগরে।
বিশ্বাস অবিশ্বাসের দাড়িপাল্লায় মাপতে আরম্ভ করলে।
প্রতিটি সত্য শব্দ বিশ্বাসের পাল্লা করলো ভারি–
একটু হলেও অনুভবে হলো স্থান।
তোমায় না পাওয়ার অপ্রাপ্তি থেকে অবসন্ন এক আত্মার হয়েছিল উদ্ভব।
শুরু হলো সেই নির্জীব আত্মার অস্থি নিয়ে যাত্রা–
যাত্রা বহুদূর,
ওষুধ রূপে তুমি আর পথ্য তোমার প্রেম।



যাত্রা | মেট্রোপলিসে তুমি