মোঃমোস্তফা
নৌকা বাইছ দেখতে যদি
তোমরা সবে চাও,
বর্ষাকালে নদীর ধারে
দল বেঁধে সব যাও।
দেখবে সেথায় নদীর বুকে
রং বেরংয়ের নৌকা ত্রসেছে,
নৌকার গুলোতে
লাল কাপড়ের মালা বেঁধেছে।
জগ,ঠিলা,কাপ,মেডেল রেখেছে,
হেইও হো বলে সবাই
বৈইঠা ধরেছে।
লাল পাগড়ী মাথায় যাদের
তারা জিতেছে,
জোসের চোটে বইছারা সব
গানে মেতেছে।