মেঘের আড়ালে,
কুয়াশার অন্ধকারে
ছুটেছি আমি তোমার
ছায়া চোখে আদরে।
নির্ঘুম ব্যথা ভরা শরীরে
কত রাত শেষে
এসেছে প্রভাত;
দেখেছি তোমার
মুখ নতুন ভোরে।
দেখে তোমার চাঁদ মুখ
ভুলে গিয়েছি সব ব্যথা,
সব বিষাদ, দুখ!
তোমার আঙ্গুল ছুঁয়ে
অপূর্ব অনুভব;
সকাল, বিকাল, সন্ধ্যা জুড়ে
তুমিই আমার সব।
কি যাদুর টান, কি মায়া?
আমার চোখ জুড়ে  তোমার ছায়া।।



১৩.০১.২০২২
মৌলভীবাজার