একটা বৃষ্টি মাখা সন্ধ্যা, শীত কালে কুয়াশা ঘেরা
আকাশ চিরে অপ্রস্তুত মূহুর্তে বৃষ্টি নামলে যেমন হয়;
কলাপাতা মাথায় ছাউনি করে অনেক দিনের
শুকনো রাস্তা; যেমন ক্ষুধার্ত নেকড়ে-মেষ
নিমেষে খেয়ে ফেলে, তেমনি প্রৌড় মাটি
শুষে খাচ্ছে দূর্লভ জলধারা; এমন দর্ষি মেঠো
পথ দিয়ে হাটছি, সামনে যা আছে তাই কালো
অন্ধকার; যেন নিপীড়িত মানব কোন দিশা না
পেয়ে হাটছে শুধু হাটছে। বৃষ্টি, কুয়াশা আর
ঘন কালো অন্ধকারে কেউ যদি যুবতীর মত
শরীরে কাছে টেনে নিতে চাই, আমি বলবো;
আমার ফেরা হবে না, তুমি ফিরে যাও।



শ্রীমঙ্গল-৩১-১০-২০২০