ভূ্মধ্যসাগরের বুক
জুড়ে যে হাওয়া বয়ে
সেখানে আমারও
নিঃশ্বাস আছে,
আমারও বসন্ত আছে।


বাউলিয়ানার সুরে
যে শব্দমালা আছে
সেখানে আমারও শব্দ আছে,
আমারও বসন্ত আছে।


গাঢ় শিমুলের যে রং আছে
আমারও তেমন সপ্ন আছে,
আমারও বসন্ত আছে।


শুকনো পাতার ঝরে
যাওয়ার  যে কষ্ট আছে,
আমারও তেমন অপেক্ষায়
বিবর্ণ হওয়ার কষ্ট আছে,
আমারও বসন্ত আছে।


১৪.০২.২০১৮
রমনা, ঢাকা।