আকাশ জুড়ে কালো
মেঘের আনাগোনা,
বজ্রের তপোধ্বনি
বাজে, মহা লয়ের
ডাক যায় শোনা।


সন্ধ্যা হয়নি তবু বেজে
গেছে শঙ্খের সুর
প্রদীপোজ্জ্বল বারান্দায়
অপেক্ষা মধুর!


ডেকেছে আমায় কেউ-
ভেসে যাওয়া
শুকনো পাতার দল;
নদীর ঢেউ বা
মায়াবী চোখের জল!