তোমার স্পর্শ নেই তবুও
আমি বেচে আছি
পাথরের মত পড়ে আছি
খড়কুড়োর মত পড়ে আছি;
মাকড়শার জালের মাঝখানটায়
আটকে আছি,
তবু আমি বেচে আছি।
তোমার স্পর্শ ছাড়া ঘুমাতে হয়;
যেমন করে ক্লান্ত টোকায় গন্তব্য
না পেয়ে ফুটপাতে টলোমলো
চোখ নিয়ে ঘুমিয়ে পড়ে-
যেমন করে আসক্ত যুবকটা
কনকনে শীতেও উদাম শরীর
নিয়ে গোধূলির সূর্যের  মত
লালচে চোখে বনে বাদরে
ঘুমের কোলে হেলে পড়ে।
তোমার স্পর্শ ছাড়াই আমার
ঘুম ভাঙ্গছে আজকাল;
কোন শিশুর আর্তচিৎকারে,
কারো হুঙ্কারে-
হৃৎপিন্ডের ব্যথায় অথবা
ক্ষুধার যন্ত্রণায়!