রাতটা আরো দীর্ঘ হওয়া দরকার ছিল
এতোটাই দীর্ঘ যেন একটা রাতের শেষে
আরেকটা রাতের শুরু;
অন্ধকারময় জীবন
জলের তলে ডুবে থাকা মাছের মতন;
একই রকম দিন যাপন তবুও বিতৃষ্ণা নেই;
অথচ জলের বাহিরে আসলেই মরে যাওয়ার মত;
মরে যাওয়া! আমারও রাতে কোন বিতৃষ্ণা নেই
বরং মনে হয় রাতেই মুক্তি;
অচলা শরীরটা জীবন খুজে পায়;
কখনো আধার ডিঙ্গিয়ে শাল বনের জ্যোছনা ধূয়ে দেয় দিনের নাপাক শরীর;
কখনো অমাবস্যার কালো অন্ধকারে
বিকৃত আমিটা আমার কাছেই লুকিয়ে রাখে।